Palak Kofta Curry

Copy Icon
Twitter Icon
Palak Kofta Curry

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 2
  • ১.পালং শাক ২00গ্রাম


  • ১.ছানা ১00গ্রাম ২.হলুদ গুড়ো এক চা চামচ ৩.নুন ৪.লঙ্কার গুড়ো এক চা চামচ ৫.ভাজা গরমশলা গুড়ো এক চা চামচ ৬.সরষে এক টেবিল চামচ ৭.পোস্ত এক টেবিল চামচ ৮.কাজু বাদাম ৭টি ৯.নারকেল কোড়া হাফ কাপ ১0.সাদা তেল ১১.জল এক কাপ ১২.চিনি এক চা চামচ ১৩.আদা বাটা এক চা চামচ ১৪.ছাতূ এক টেবিল চামচ

Directions

  • ১.পালং শাক হালকা গরম জলে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে।
  • ২.নুন দিয়ে মেখে কিছুক্ষন রেখে দিতে হবে
  • ৩. পালং শাকের জল চিপে নিতে হবে।গরমশলা গুড়ো আদা বাটা কাচা লঙ্কা বাটা ছাতু দিয়ে ছানা আর পালং শাক মেখে গোল গোল বল করে নিতে হবে। ৪.কড়াতে তেল দিয়ে বল গুলো ভেজে নিতে হবে। ৫.সরষে পোস্ত কাজু নারকেল বেটে নিতে হবে। ৬.কড়া তে আবার একটু তেল দিয়ে বাটা মশলা আদা বাটা কাচা লঙ্কা বাটা হলুদ গুড়ো লাল লঙ্কার গুড়ো দিয়ে ভালো করে কসিয়ে জল দিতে হবে। ৭.ফুটে উঠলে ভাজা বল (কোফতা)গুলো নুন আর গরমশলা দিয়ে কিছুক্ষন পর ঘন হলে নামিয়ে নিতে হবে। ৮.গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করুন।